Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে জুরাছড়ি ইউনিয়ন

এক নজরে জুরাছড়ি ইউনিয়ন

সীমানা

উত্তরে- বরকল উপজেলা,

দক্ষিণে- মৈদং ইউনিয়ন,

পূর্ব- দুমদুম্যা ইউনয়ন,

পশ্চিমে- বনযোগীছড়া ইউনিয়ন

আয়তন

৯৩.২৩ বর্গ কিঃ মিঃ

মৌজা

৩টি

জুরাছড়ি, কুসুমছড়ি, লুলাংছড়ি

শিক্ষা প্রতিষ্ঠান

সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১০টি

রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয়- ০৩টি

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়- ০২ টি

সরকারী উচ্চ বিদ্যালয়- ০১টি

হাট বাজার

 

১। জুরাছড়ি যক্ষাবাজর(জুরাছড়ি বাজার)

২। উপজেলা সদর বাজার

৩। ডেবাছড়া মগবাজার

দর্শনীয় স্থান

 

১। সুবলং শাখা বন বিহার

২। পানছড়ি ঝর্ণা

৩। মিতিংগাছড়ি শীল বিহার

চেয়ারম্যান

বাবু ক্যানন চাকমা, মো্বাইল-০১৫৫৩৬৯৭১২৩

মি. ক্যানন চাকমা, পিতা-মৃত বুদ্ধ মনি চাকমা, মাতা-লক্ষী সিতা চাকমা, সাং-কুসুমছড়ি, ডাকঘর-জুরাছড়ি, উপজেলা-জুরাছড়ি, জেলা-রাঙ্গামাটি পার্বত্য জেলা। তাঁহার বর্তমান বয়স-৩৪ বছর। তিনি ১৯৯৯খ্রি. সালে রাঙ্গুনীয়া কলেজ হইতে বি, এ পাস করেন। তিনি ২ কন্যার জনক। অত্র এলাকার একজন সুনামধন্য ব্যক্তি। তিনি ন্যায় পরায়ণ, ধার্মিক ও সমাজের পৃষ্ঠপোষকতার অধিকারী।

পূর্বতন চেয়ারম্যানগণ

১। বাবু দয়ামোহন চাকমা

২। বাবু শ্যামল কান্তি চাকমা

৩। বাবু চারু বিকাশ চাকমা

৪। বাবু প্রবর্তক চাকমা

৫। বাবু শ্যামল কান্তি চাকমা