Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জুরাছড়িতে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
বিস্তারিত

জুরাছড়িতে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে                         

 জাতি আজ কলঙ্ক মুক্ত!

সুমন্ত চাকমা, জুরাছড়িঃ                                                                                            

  .............................                                                                                                   

   রাঙামাটি জুরাছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগীতা ও যুব ঋন বিতরণ করা হয়েছে।  আলোচনা সভায় বক্তারা বলেন, রক্তঝরা এই দিনটিতে বঙ্গবন্ধুর সঙ্গে তার পরিবার-পরিজন ঘৃণ্যতম একদল ঘাতকের পৈশাচিকতার বলি হয়েছিলেন। কিছু বিশ্বাস গাতক রাজনীতিকের চক্রামত্ম এবং সেনাবাহিনীর একদল বিপথগামী উচ্চাভিলাষী সদস্যের নির্মম বুলেটের আঘাতে বঙ্গবন্ধুর সঙ্গে সে দিন প্রাণ হারান তার প্রিয় সহধর্মিণী বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে মুক্তিযোদ্ধা শেখ কামাল, সেনা কর্মকর্তা শেখ জামাল ও ১০ বছরের শিশুপুত্র শেখ রাসেল এবং নব পরিণীতা দুই পুত্রবধু সুলতানা কামাল ও রোজী জামাল।                                                                              আলোচনা সভায় বক্তারা আরো বলেন, অভিশাপ্ত এই দিনটিতে বাঙালি জাতির ললাটে যে কলঙ্কতিলক পরিয়ে দেওয়া হয়েছিল। ২০১০ সালের ২৭ জানুয়ারি র্দীঘ ৩৪ বছরেরও বেশি সময় পর সেই কলঙ্ক থেকেই জাতির দায়মুক্তি ঘটেছে। বঙ্গবন্ধু হত্যার চুড়ামত্ম বিচারের রায় অনুযায়ী ওই দিন মধ্যরাতের পর ৫ খুনি লে.কর্নেল (বরখাসত্ম) সৈয়দ ফারম্নক রহমান, লে.কর্নেল (অব) মহিউদ্দিন আহমদ, লে.কর্নেল(অব) সুলতান শাহরিয়ার রশিদ খান, মেজর (অব) বজলুর হুদা এবং মেজর (অব) একেএম মহিউদ্দিন আহমেদের ফাঁসি কার্যকর করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে পলাতক ছয় খুনিকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর  করে জাতিকে কলঙ্ক মুক্ত করার আহবান জানানো হয়।                                                      দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ ও প্রশাসন যৌথ উদ্যোগে গত কাল বুধবার থেকে বিভিন্ন কর্মসূচী পালন করে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রর্বত্তক চাকমা বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সমেত্মাষ বিকাশ চাকমা, প্রানি সম্পদ কর্মকর্তা আমির হোসেন(টিটু), মহিলা বিষয়ক কর্মকর্তা তরম্নন চাকমাসহ সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সংস্থা বিভিন্ন কর্মসূচী পালিত হয়। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের ৬ জন যুবকের মাজে দুই লক্ষে টাকা ঋন বিতরণ করা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে উপজেলায় মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ মোনাজান এবং প্রাথৃনা করা হয়।

                         

 

ছবি
ডাউনলোড