Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগোলিক অবস্থান

১নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদ 

উপজেলা : জুরাছড়ি, জেলা: রাঙ্গামাটি।

০১

ইউনিয়নের নাম-

১নং জুরাছড়ি পরিষদ।

০২

অবস্থান ও আয়তন-

জুরাছড়ি উপজেলাধীন ১নং জুরাছড়ি ইউনিয়ন একটি ঐতিয্যবাহী ইউনিয়ন। এটি ১৯৮২ সালে গঠিত হয়। এটি উপজেলা সদরে অবস্থিত এবং জেলা সদর হতে ৫৭ কি: মি: দূরে অবস্থিত। ইউনিয়ন পরিষদ হতে উপজেলা সদরে সাথে রাঙ্গামাটি যাতায়াতের জন্য নৌপথই একমাত্র মাধ্যম।তবে সদরের অভ্যন্তরে মোটর সাইকেল ও বেবিটেক্সি মাধ্যমে যাতায়াতের একমাত্র মাধ্যম। অত্র ইউনিয়নের আয়তন প্রায় ৯৩.২৪ বর্গ কিলোমিটার।

০৩

সীমানা-

 

উত্তরে: খাগড়াছড়ি ও বনযোগীছড়া ইউপি, দক্ষিণে: পানছড়ি ও মৈদং ইউনিয়ন, পূর্বে: থাচিপাড়া ও বরকল উপজেলা, পশ্চিমে: সুবলং খাল।